০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বলে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানানোর পরদিন আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদও সে দিকে ইঙ্গিত দিলেন। জানালেন, শিগগির তারেক রহমান দেশে ফিরবেন এবং সেই দিনটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের অর্ধেক কাজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। গতকাল রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, শিগগিরই তারেক...