ঢাকা মহানগর পুলিশের গেন্ডারিয়া ও ওয়ারী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদকে গোয়েন্দা...