আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সদ্য ঘটে যাওয়া জুলাই বিদ্রোহের প্রেক্ষিতে এবারের নির্বাচন জাতীয় পর্যায়ে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে ২০ হাজার ৮৭১ জন পুরুষ এবং ১৮ হাজার ৯০২ জন নারী।এক জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৬% জানিয়েছেন তারা ভোট দেবে; এবং ৭০% বিশ্বাস করে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হবে। তবে নারী ভোটারদের মধ্যে এখনো উল্লেখযোগ্য অংশ সিদ্ধান্তহীন রয়েছে, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।সম্প্রতি ডেটা এনালিটিকা পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করছে মূলত: আবাসন সংকট, পরিবহন সমস্যা, গেস্টরুমে নির্যাতন, বহিরাগতদের উপস্থিতি এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা।৫২০ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত এ জরিপে...