০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচন যথাসময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে নিয়ে কোন সন্দেহ নেই। প্রধান উপদেষ্টা এটি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, আজকের এই মতবিনিময় থেকে আমরাও এটি পরিস্কার করে বলছি যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। একটা শ্রেণী নির্বাচন কি হবে এধরনের একটা অপপ্রচার অতি সুকৌশলে চালিয়ে বিভ্রান্তি তৈরীর চেষ্টা করছে। গণমাধ্যমে এ বিষয়ে বলিষ্ট ভ’মিকা রাখতে হবে। নির্বাচন যথাসময়েই হবে জনমনে এই অস্থা গণমাধ্যমকে তৈরী করতে হবে। গতকাল রাজধানীর সার্কিট হাইজ রোডের তথ্য ভবনে ‘নির্বাচনের আগে, চলাকালে ও নির্বাচনের পরে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে...