কয়েক বছর আগে ক্লিন শেভ ছিল অধিকাংশ পুরুষদের পছন্দের ফ্যাশন। ক্লিনশেভ মুখকেই তখন স্মার্টনেস হিসেবে ধরা হতো। সেই ধারণা বদলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন দাড়ি হয়ে উঠেছে ফ্যাশনের নতুন ট্রেন্ড। দাড়ি রাখার হাল ফ্যাশনে বাদ যাননি হলিউড-বলিউড অভিনেতা কিংবা ক্রিকেটার ও ফুটবলার। শাকিব খান, লিওনেল মেসি কিংবা বিরাট কোহলি-সবাই দাড়িকে নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। তাদের দেখাদেখি এখন একমুখ দাড়ি যেন ছেলেদের ফ্যাশনের নতুন ধারা। প্রশ্ন উঠতে পারে, দাড়ি নিয়ে হঠাৎ এত আলোচনা কেন? নেপথ্য কারণ হলো গত ৬ সেপ্টেম্বর ঘটা করে সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব দাড়ি দিবস। অদ্ভুত শোনালেও ২০১০ সাল থেকে শুরু হয়েছে দিনটি। প্রতি বছর সেপ্টেম্বরে প্রথম শনিবার বিশ্বব্যাপী পালন করা হয় দিবসটি। দাড়ি রাখা এখন পৌরুষের নিদর্শন ভাবা হয়। বর্তমানে দাড়ির...