চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জহির উদ্দীনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগীর ছোট বোন সেলিনা আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের আরিয়ান হাসান, আরিফুল্লাহ, কাজীর পুকুরপাড় এলাকার মো. খালেদ, পশ্চিম কলাউজানের তৌহিদুল ইসলাম আরাফাত, এনসিপি নেতা জহির উদ্দিন, লোহাগাড়া সদর ১নং ওয়ার্ড এলাকার টুটুল আজম ও বড়হাতিয়ার মো. মহিউদ্দীন। এছাড়া অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে লামার আজিজনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক তার বাবাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতালের নিচ থেকে জহিরসহ কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে...