প্রাথমিকের পাঠ্যবই ছাপা আগামী সপ্তাহেই শুরু হতে যাচ্ছে। কিন্তু মাধ্যমিকের বই ছাপা নিয়ে চাপে পরেছে এনসিটিবি। কারণ শিক্ষাবর্ষের চারমাস আগে মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যবই ছাপার দরপত্র বাতিল করে পুনঃদরপত্র (রিটেন্ডার) আহ্বান করা হয়েছে। ‘অনিয়মের’ অভিযোগে মাদ্রাসার ইবতেদায়ী এবং নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই মুদ্রণের দরপত্রও বাতিলের দাবি করছেন মুদ্রণ শিল্প সমিতির নেতারা। এই তিন শ্রেণীর বই ছাপার কার্যক্রম এখনও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন পায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ২০২৬ শিক্ষাবর্ষ শুরু হতে বাকি আর চার মাসেরও কম। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি রয়েছে সরকারের। এর আগে সারাদেশের ছাপাখানাগুলো রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, লিফলেট ছাপার কাজে ব্যস্ত থাকতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী ৪ সেপ্টেম্বর সংবাদকে...