রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন নেভাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা -রয়টার্স আবারও ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার রাতে ইউক্রেনে ৮শ’র বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। এর মধ্যে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে এক রাতে ৮ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা প্যারিস বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো প্রয়োগের আহ্বান মিত্রদের প্রতি জেলেনস্কির এবারই প্রথম দেশটির প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ধোঁয়ার কু-লী উড়তে দেখা যায়। বিবিসি জানায়, বিস্ফোরনের শব্দও শোনা গেছে। গতকাল শনিবার রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন এ হামলার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়া সিদ্ধান্তগুলোর সব প্রয়োগ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল...