নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর পক্ষে লন্ডনে আয়োজিত এক বিক্ষোভ থেকে প্রায় ৪২৫ জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় সময় গত শনিবার এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। তারা জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেয়। গত জুলাইয়ে সংগঠনটির কয়েকজন সদস্য রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে সামরিক বিমানে ভাঙচুর চালালে, ব্রিটেন সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সংগঠনটির অভিযোগ, প্রতিরক্ষা খাতে ইসরায়েল-সম্পৃক্ত ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে ব্রিটিশ সরকার গাজায় যুদ্ধাপরাধে সহযোগিতা করছে। গত কয়েক সপ্তাহে সংগঠনটির শত শত সমর্থককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত মাসে এক দিনেই ৫০০ জনের বেশি আটক হয়, যাদের অনেকে ছিলেন ষাটোর্ধ্ব। শনিবার পার্লামেন্ট ভবনের কাছে সমাবেশে শত শত মানুষ ‘আমি গণহত্যার বিরোধী,...