শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর পথে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন লাওতারো মার্তিনেজ। সেই গোলের সুবাদে এক রেকর্ডে ডিয়েগো ম্যারাডোনা ও গঞ্জালো হিগুয়েইনকে ছাড়িয়ে গেছেন তিনি। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মার্তিনেজ এখন উঠে এসেছেন পঞ্চম স্থানে। আর্জেন্টিনার হয়ে মার্তিনেজের গোল এখন ৭১ ম্যাচে ৩৩। অন্যদিকে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে করেছেন ৮৪ ম্যাচে ৩২ গোল এবং হিগুয়েইনের গোল ৭৫ ম্যাচে ৩১। শুধু জাতীয় দল নয়, ইন্টার মিলানেও দারুণ সময়কাটাচ্ছেন মার্তিনেজ। জাতীয় দলে যোগ দেওয়ার আগে ইন্টারের হয়ে শেষ লিগ ম্যাচেও গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা মার্তিনেজ নিজের বর্তমান ছন্দ ও সামগ্রিক অবস্থান নিয়ে সম্প্রতি কথা বলেছেন ‘ফ্রান্স ফুটবল’-এর সঙ্গে। যেখানে তিনি নিজেকে বিশ্বের সেরা ৫ ফরোয়ার্ডের একজন বলে দাবি করেছেন। সেরা ফরোয়ার্ডদের তালিকায় নিজের...