গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর দোকানে আগ্নেয়াস্ত্র রেখে আটকের অভিযোগে র্যাবের গাড়ি আটকে বিক্ষোভ করে স্থানীয় সাধারণ জনতা ও ব্যবসায়ীরা। তারা রাস্তায় কাঠ-বাঁশসহ বিভিন্ন মালামাল রেখে র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে শ্রীপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যর্থ হলে সন্ধ্যা ৭ সাতটায় সেনাবাহিনী এসে যৌথ অভিযান চালিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে র্যাব সদস্যদের মুক্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি বরমী বরামা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, আজ বিকেল ৪টার দিকে র্যাবের একটি দল মোশাররফের দোকানে এসে তল্লাশি শুরু করে। এ সময় র্যাব সদস্যরা দোকানের ভেতরে গোপনে একটি আগ্নেয়াস্ত্র রেখে...