যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাশ্মীরি ও পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। খবর জিও নিউজের। ফ্ল্যাট কেলেঙ্কারির কারণে অ্যাঞ্জেলা রেনার উপপ্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর মন্ত্রিসভায় এ রদবদলের ঘোষণাটি এলো। স্বরাষ্ট্র দপ্তর অভিবাসন, পুলিশ ও জাতীয় নিরাপত্তা প্রশাসন তত্ত্বাবধান করে। শাবানা মাহমুদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। এই কাজে আমি প্রতিদিন নিবেদিত থাকব।’ শাবানা মাহমুদ ১৯৮০ সালে বার্মিংহামে কাশ্মীরি-পাকিস্তানি বাবা-মা জুবাইদা ও মাহমুদ আহমেদের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা মূলত আজাদ কাশ্মীরের মিরপুরের বাসিন্দা, কিন্তু কয়েক দশক আগে লুধারের কাছে ঝিলামের বোহরিয়া গ্রামে চলে আসেন। শাবানা তার শৈশবকাল সৌদি আরবে কাটান। এরপর তিনি যুক্তরাজ্যে যান। সেখানে...