এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে নির্ধারিত ম্যাচকে ঘিরে উঠেছে বিতর্ক ও সমালোচনার ঝড়। জম্মু-কাশ্মীরের পেহেলগামে এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা করছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেক ভক্ত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের কোনো সিদ্ধান্ত একক নয়, বরং কেন্দ্রীয় সরকারের নীতির ওপর নির্ভরশীল।বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। কেন্দ্রীয় সরকার যে নীতি নির্ধারণ করবে, সেটিই অনুসরণ করবে বোর্ড। সম্প্রতি যে নীতি কার্যকর হয়েছে, তার অধীনে বহুপাক্ষিক টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে কোনো বাধা নেই—যদি সেই টুর্নামেন্টে ভারতের অনুকূলে না থাকা কোনো দেশ অংশ নেয়। তবে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।’এশিয়া কাপকে বহুপাক্ষিক প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত করে তিনি আরও যোগ...