রবিবার (৭ সেপ্টেম্বর) রাতেই শুরু হয়েছে পূর্ণিমা। আর পূর্ণিমার এই চাঁদে লেগেছে পূর্ণগ্রাস গ্রহণ। অনেকেই প্রশ্ন করছেন—এ দৃশ্য কি খালি চোখে দেখা যাবে? চোখের কোনো ক্ষতি হবে না তো? নাসা এবং অন্যান্য মহাকাশ বিজ্ঞানীরা এসব প্রশ্নের উত্তর পরিষ্কারভাবেই দিয়েছেন। নাসা বলছে, চন্দ্রগ্রহণের সময় সূর্যগ্রহণের মতো তীব্র ও ক্ষতিকর আলোর রশ্মি তৈরি হয় না। সূর্যগ্রহণের সময় সূর্যের অতিবেগুনি রশ্মি ও তীব্র আলো চোখে সরাসরি পড়লে তা চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। কিন্তু চন্দ্রগ্রহণের সময় চাঁদের আলো সূর্যালোক প্রতিফলিত হয়েই আমাদের চোখে পৌঁছে, যা একেবারেই কোমল ও ক্ষতি-রহিত। ফলে এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ নিরাপদ এবং এটি খালি চোখেই দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে শুরু হয়েছে মহাজাগতিক বিরল এই মুহূর্ত, যা স্থায়ী হবে পরদিন ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। জানা গেছে,...