লিভারপুলের ইব্রাহিমা কোনাতের প্রতি রেয়াল মাদ্রিদের আগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। অ্যানফিল্ডে চুক্তির শেষ মৌসুমে আছেন এই ফরাসি ডিফেন্ডার। সামনে মাদ্রিদের দলটিতে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে মজা করে কোনাতে বললেন, কিলিয়ান এমবাপে খুব করে তাকে সান্তিয়াগো বের্নাবেউয়ে চাইছেন। চলতি মৌসুম শেষে লিভারপুলে কোনাতের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, আগামী জানুয়ারিতেই নতুন দলের সঙ্গে আগাম চুক্তিতে যেতে পারবেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নরা যদিও ধরে রাখতে চায় ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে। বর্তমানে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আছেন কোনাতে। সেখানে আছেন রেয়াল মাদ্রিদ তারকা এমবাপেও। রোববার দেশটির টেলিভিশন চ্যানেল ‘টেলাফুট’-এ সাক্ষাৎকারে কোনাতেকে জিজ্ঞেস করা হয়, রেয়ালে যোগ দেওয়ার জন্য তার ফ্রান্স সতীর্থ এমবাপে তাকে চাপ দিচ্ছেন কি-না। হাসতে হাসতে উত্তর দেন তিনি। “সে দুই ঘন্টা...