০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিড়ালের সাথে খুনসুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও বিড়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। তারেক রহমান আজ রোববার (৭ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে কোন ক্যাপশন ছাড়াই বিড়ালের সাথে খুনসুটির এই ছবিটি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই পশুপ্রেমে মুগ্ধ হয়ে তার মানবিকতার প্রশংসা করেন। মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, শীঘ্রই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে এই বিড়ালটিকে দেখতে পাব। মনজুরুল করিম রনি নামে একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, প্রাণীদের প্রতি ভালোবাসা আমাদের আরও সহানুভূতিশীল, দয়ালু এবং দায়িত্বশীল করে তোলে।খাইরুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, চেয়ারের দাম কত সেটা গুরুত্বপূর্ণ নয়, কে সেই চেয়ারে বসে আছে...