জো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরি ও জেমি স্মিথ ও জশ বাটলারের ফিফটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চার শতাধিক রানের সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। প্রোটিয়াদের সামনে হিমালয়সম লক্ষ্য দাঁড় করিয়ে বোলিংয়ে ঝড় তুলেছেন জফরা আর্চার ও আদিল রশিদ। সফরকারী দলটিকে ৭২ রানে গুটিয়ে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় হার দেখাল ইংল্যান্ড। সাউথ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়েছে ইংল্যান্ড। রানের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয় এটি। আগে সবচেয়ে বেশি রানে পরাজয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০২৩ সালে ভারতের ৩৯১ রান তাড়ায় নেমে ৩১৭ রানে হেরেছিল লঙ্কানরা। সাউদাম্পটনের টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৪১৪ রান করে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ইংলিশদের সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০১৬ সালে ব্লুমফন্টেইনে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে ৩৯৯ রান করেছিল ইংল্যান্ড। জবাবে নেমে ২০.৫ ওভারে ৭২...