০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন প্রধান ইয়োসি কোহেন বলেছেন, তিনি ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তেহরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় বাতিল করা হয়েছিল এই সিদ্ধান্ত।সোলেইমানিকে পরে ২০২০ সালে ইরাকে একটি মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয়। চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন: "আমি সবসময়ই সক্রিয় হতে চেয়েছি, হুমকি শনাক্ত ও সেগুলোকে নিষ্ক্রিয় করতে চেয়েছি। কিন্তু প্রচলিত পদ্ধতি ছিল এড়িয়ে চলা—'আহ, এরপর কী হবে?' উদাহরণস্বরূপ, আমার কাছে সিরিয়ায় কাসেম সোলেইমানিকে নির্মূল করার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ছিল। গোয়েন্দা, নজরদারি, সরবরাহ—সবকিছুই প্রস্তুত ছিল—কিন্তু আমাকে বলা হয়েছিল যে আমি এটি কার্যকর করতে পারব না কারণ এর ফলে ইরানের সাথে যুদ্ধ শুরু হবে।" গতকাল...