ভারতের রাজগিরে এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আবারও হতাশ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপানের বিপক্ষে লড়াইটা টিকল শুধু প্রথম কোয়ার্টার পর্যন্ত, এরপর একের পর এক গোল হজম করে বড় ব্যবধানেই হারল মশিউর রহমানের দল। আজ বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে জাপানের কাছে ৬–১ গোলে হেরে ষষ্ঠ হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। দলের একমাত্র গোলটি করেছেন আমিরুল ইসলাম।বাংলাদেশ ম্যাচের শুরুতে লড়াই জমিয়ে তুললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথম আট মিনিটে তিনবার পেনাল্টি কর্নার পেলেও কোনোটি রূপ নিতে পারেনি গোল হিসেবে। উল্টো নবম মিনিটেই জাপানের প্রথম আঘাত হজম করতে হয়। কোয়ার্টারের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন শিনোহারা রোসুকে। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি, তবে বিরতির পর তৃতীয় কোয়ার্টারে টানা দুটি গোল খেয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে...