জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরি এবং জেমি স্মিথ ও জস বাটলারের আগ্রাসী ব্যাটিংয়ে রান পাহাড় গড়ল ইংল্যান্ড। পরে দুর্দান্ত বোলিং করলেন জফ্রা আর্চার ও আদিল রাশিদ। তাদের ছোবলে স্রেফ ৭২ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার ৩৪২ রানে জিতেছে ইংল্যান্ড। চোটের জন্য এদিন ব্যাটিংয়ে নামেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। এই সংস্করণে আগের সবচেয়ে বড় জয় ছিল ভারতের। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে দেশের মাটিতে ৩১৭ রানে হারিয়েছিল তারা। ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ছিল ২৪২ রানে, ২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বছর দ্বিতীয়বার আড়াইশর বেশি রানে হারল দক্ষিণ আফ্রিকা। গত ২৪ অগাস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৬ রানে হারে তারা। ওয়ানডেতে এটাই ছিল তাদের সবচেয়ে বড় হার। ৭২ রান ওয়ানডেতে...