ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র প্রজেকশন মিটিংয়ে হলের আবাসিক নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসব মিটিংয়ে নারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও বিষয় তুলে ধরেন। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে ও পদ্ধতিমাফিক নারী শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন। এসময় নেতারা নারী শিক্ষার্থীদের থেকে তাদের চাহিদা ও দাবিগুলো লিখিতকারে সংগ্রহ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।এসব প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী শিক্ষার্থীদের প্রতি প্যানেলের আহ্বান ছিল তারা যেন তাদের মতামত নিঃসংকোচে, বিনা দ্বিধায় প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, নারী শিক্ষার্থীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এ বিষয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট- প্যানেলের ইশতেহারগুলো দেখেই...