নাটোরে ৭৫ বছর বয়সে বিএ পাশ করেছেন কৃষক সাদেক আলী প্রামাণিক। তাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে (বাউবি) সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) গাজীপুরের বাউবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, অসুস্থ শরীর, ভাঙা পা- তবুও ৭৫ বছর বয়সে বিএ পাশের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষার কোনো বয়স নেই। তিনি বলেন, সাদেক আলী অদম্য যোদ্ধা, এই সমাজের বাতিঘর। হ্যাঁ, এটা কেবল ডিগ্রি অর্জনের গল্প নয়। এটা মানুষের ইচ্ছাশক্তির জয়, বয়সকে অতিক্রম করার গান, আজীবন শেখার এক অদম্য অঙ্গীকার। সাদেক আলীর নাম এখন শুধু পরীক্ষার ফলাফলের তালিকায় নয়, ছড়িয়ে পড়েছে গলির মোড়ে মোড়ে, চায়ের আড্ডার খোড়াক হিসেবে, প্রেরণার অনন্ত নদীর মতো। এটা শুধুই গল্প নয়, জীবনের জয়গাথা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...