চন্দ্রগ্রহণ মানেই আকাশজুড়ে রহস্যময় এক দৃশ্য। লাল আভায় রঙিন হয়ে ওঠা পূর্ণিমার চাঁদ, সঙ্গে উজ্জ্বল গ্রহের উপস্থিতি—সব মিলিয়ে এটি এক অপূর্ব মহাজাগতিক আয়োজন। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে কৌতূহল জাগে, এ দৃশ্য কি খালি চোখে দেখা নিরাপদ? সূর্যগ্রহণের মতো কি চন্দ্রগ্রহণের দিকেও চোখ রাখলে ক্ষতি হতে পারে?এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যমইউএসএ টুডেজানিয়েছে, চন্দ্রগ্রহণ খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে। নাসা ও স্পেস বিজ্ঞানীরাও বলছেন, সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ চোখের জন্য ক্ষতিকর নয়।তাদের ব্যাখ্যা অনুযায়ী, সূর্যগ্রহণের সময় সূর্যের প্রখরতা, ক্ষতিকর রশ্মি ও গ্যাস সরাসরি চোখে আঘাত করে। এজন্য বিশেষ চশমা ছাড়া তা দেখা যায় না। কিন্তু চন্দ্রগ্রহণের সময় এমন কিছু হয় না। কারণ, এ সময় চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে, নিজের কোনো আলো বা ক্ষতিকর রশ্মি তৈরি করে না। ফলে খালি চোখে দেখা...