পবিত্র জশনে জুলুস শেষে হাটহাজারীতে আশেকে রাসুলদের গাড়িবহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রবিবার (৭ সেপ্টেম্বর) ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনক্ষণ আসলে ইসলামের নামধারী উগ্রবাদী গোষ্ঠী মিলাদুন্নবী ও জশনে জুলসের বিরোধিতা করে। চিহ্নিত এই মহল আগে জুলুসের বিরুদ্ধে হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় জুলুস শেষে ফেরার পথে হাটহাজারীতে এই উগ্রবাদী গোষ্ঠী জুলুসের গাড়িতে হামলা করে। ভাঙচুর করে সুন্নীজনতাকে আহত করেছে। তাদের এই হামলা পরিকল্পিত।” বিবৃতিতে তারা বলেন, “পূর্বপরিকল্পিতভাবে হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থীরা ইট, রড, লাঠি নিয়ে জুলুসের গাড়িতে হামলা করার অসংখ্য ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। গত বছরেও জশনে জলুসের গাড়িতে হাটহাজারী মাদ্রাসা থেকে হামলা করা হয়।...