মৃত্যুর এক ঘণ্টা হয়নি, বদরুদ্দীন উমরকে নিয়ে নোংরামি শুরু করেছিল এবং করছে ভারতপন্থীরা। বাম ও রাম উভয়েই। রাম কারা তা আর নতুন করে নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না। ভারতের রামপন্থী ফ্যাসিজমের দেশীয় শাখা বলে তাদের পরিচিতি রয়েছে। ভারতের বামেরা সেই ধারার বিরোধীতার করলেও বাংলাদেশের বামেদের সিংহভাগই চুপিসারে সেই রামপন্থীদেরই অনুসারী। বাংলাদেশে যেহেতু রাম ও বামের একই সুর, সে কারণেই মৃত্যুর পর রাম ও বামেরাই বদরুদ্দীন উমরের নিন্দা-মন্দ করছে বেশি। অবশ্য উমর নিজেই বলেছেন, বামেদের কাছ থেকে গালি ছাড়া আর কিছু পাননি তিনি। ইমতিয়াজ মাহমদু নামে এক উকিল আছেন, যিনি শ্বশুরকুলের দ্বারা প্রতিষ্ঠিত। তিনি বামপন্থী বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। সিপিবি করেন। ইমতিয়াজ মাহমুদ যে রামপন্থী তার প্রমাণ তিনি বদরুদ্দীন উমর-এর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়াতেই দিয়েছেন। সামাজিকমাধ্যমে তিনি লিখলেন ‘বদরুদ্দিন উমরের...