রাজধানীর মিরপুর মাজার হতে গাবতলী টেকনিক্যাল মোড় পর্যন্ত খাল পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা-১৪ আসনের গণমানুষের নেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র, হানিফ মিয়া, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, বিএনপি নেতা কাজি লিটন, মো. তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, শাফায়েত রাব্বি আরাফাত, মো. শামীম মিয়া (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয় ফার্মেসী এসোসিয়েশন), দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো ও ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দারুস সালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন,...