এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা রক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। রোববার দুবাইয়ে অনুশীলনের ফাঁকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করল টিম ইন্ডিয়ার নতুন অফিসিয়াল জার্সি। জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেল অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহসহ কয়েকজন তারকা ক্রিকেটারকে, সঙ্গে ছিল অনুপ্রেরণাদায়ক বার্তা।বিসিসিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটি শুরু হয় সূর্যকুমারের কণ্ঠে— ‘এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্মান।’ এরপর সঞ্জু স্যামসন জানান প্রতিযোগিতাটির গুরুত্ব: ‘এটা আমরা কখনো হালকাভাবে নিই না।’ হার্দিক পান্ডিয়া আরও একধাপ এগিয়ে বলেন, ‘এটা সম্মান আর মর্যাদার লড়াই। আমরা এখানে এসেছি সবটুকু দেওয়ার জন্য।’ তরুণ পেসার আর্শদীপ সিং স্মরণ করিয়ে দেন প্রত্যাশার ভার— ‘দেশের স্বপ্ন আমাদের কাঁধে।’পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সমালোচনায় বিসিসিআইয়ের কড়া জবাবভিডিওটির শেষ লাইনও উচ্চারণ করেন সূর্যকুমার:...