০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলম দীর্ঘদিন গুরুতর অসুস্থ। সেই তথ্য সম্প্রতি ছড়িয়ে পড়ে ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এর বদৌলতে বিষয়টি নজরে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মানবিক দৃষ্টিকোণ থেকে এ যুবদল নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন তিনি।চিকিৎসার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ কে। ইতোমধ্যেই আলী আহমদ আলম কে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডে ছিলেন- মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রফেসর ড. হেজবুল্লাহ জিবন, হৃদরোগ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুকলাছুর রহমান, স্নায়ুবিদ্যা বিভাগের সহযোগী...