বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘পিআর জিনিসটা কি আপনারা জানেন, কেউ জানে না। কিন্তু কোনো কোনো দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা নির্বাচনে ভোট করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে। ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। সুতরাং ভোট বানচাল করতে হবে। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে চায় তারা।’ আজ রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সংঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রুমিন ফারহানা নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব দলের প্রতি, দেশের প্রতি। আমাদের দায়িত্ব বাংলাদেশে আগামী নির্বাচন যাতে সুষ্টুভাবে হয় সেইজন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে।’ রুমিন ফারহানা বলেন, ‘কেউ বলছে...