ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা ‘নীল নকশা’ বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদের ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা ‘বৃদ্ধাঙ্গুলী’ দেখাবে বলে মনে করছে বামপন্থি তিন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’। রোববার সন্ধ্যার আগে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেলের তরফে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতা, আচরণবিধি ভঙ্গসহ নানা অভিযোগ তুলে ধরা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয়ে এ প্যানেল। প্যানেলটির ভিপি পদ প্রার্থী মো. নাইম হাসান হৃদয় বলেন, “অনেক প্রার্থীই নানান চটকদার ইশতেহার হাজির করছেন; যারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন, তাদেরকে শিক্ষার্থীরা বর্জন করবে বলেই বিশ্বাস করি।” প্রশাসন ‘পক্ষপাতিত্ব’ করছে অভিযোগ করে তিনি বলেন, “যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভোট দেবেন আমাদের শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থীরা সচেতন এবং...