সাউদাম্পটনে ইতিহাস গড়ল ইংল্যান্ড। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তোলে৫উইকেটে ৪১৪ রান, যা তাদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। জ্যাকব বেথেল ও জো রুট দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলের রানের পাহাড় গড়ার পথে নেতৃত্ব দেন। এরপর বল হাতে ঝড় তোলেন দুই ইংলিশ পেসার। জফরা আর্চার ও ব্রাইডন কার্স দুর্দান্ত সূচনায় ৬টি উইকেট ভাগাভাগি করে...