ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামোন বিমানবন্দরে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন হামলা হয়েছে। এর ফলে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় এবং বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। রোববারের এই হামলায় দুইজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের গণামধ্যম। হামলার কারণে বিমানবন্দর থেকে বিমান ছেড়ে যাওয়া কিংবা বিমান অবতরণ প্রায় ২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। এখন বিমানবন্দরের কার্যক্রম আবার পুরোপুরি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেন থেকে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল দক্ষিণ ইসরায়েলে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অনেকগুলো ড্রোন তারা ধ্বংস করেছে। তবে একটি ড্রোন বিমানবন্দরে আঘাত হানে। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ইসরায়েলের আর্মি বেতার বলেছে, বিমানবন্দরের ক্ষয়ক্ষতির প্রাথমিক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে যে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে তাদের...