নব্বই দশকের ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটিতে থাকছে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের সংমিশ্রণ। এর মধ্যেই জানা গেল এক সুসংবাদ, সিনেমায় যুক্ত হলেন বলিউডের ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’ নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে। অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে...