ঢাকা:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। রোববার (০৭ সেপ্টেম্বর) বসুন্ধরা অফিসে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন। আলোচনাকালে জামায়াতের আমির বাংলাদেশ ও ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে। তিনি গাজার চলমান মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করেন, যেখানে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং লক্ষাধিক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। তিনি জাতিসংঘ, ওআইসি ও বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ...