ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এই সপ্তাহে এসেছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার একাধিক নতুন সিনেমা ও সিরিজ। চরকি, হইচই এবং নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রহস্য, থ্রিলার, কমেডি এবং নাটকীয় গল্পের সিনেমা ও সিরিজ। শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’, আফরান নিশো ও মাসুদা রহমান নাবিলার ‘আকা’, জেনা ওর্তেগা অভিনীত ‘ওয়েনেসডে সিজন ২’ এবং মনোজ বাজপেয়ীর ‘ইন্সপেক্টর জেন্দে’ দেখা যাচ্ছে ওটিটিতে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলছে 'ইনসাফ'। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত কোরবানির ঈদে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। 'ইনসাফ' সিনেমার চিত্রনাট্যে দেখা গেছে, ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকে ভাবতে শুরু করেন, এক সময়ের ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে, যার খোঁজ নেই পাঁচ বছর ধরে। সেই ইউসুফকে খুঁজে বের করতে মাঠে...