দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বেড়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামের তালিকা২২ ক্যারেট সোনা: ভরি প্রতি ২ হাজার ৭১৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।২১ ক্যারেট সোনা: ২ হাজার ৬০১ টাকা বেড়ে ভরি প্রতি দাম হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা।১৮ ক্যারেট সোনা: ভরি...