বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে আজ বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর অ্যাম্বাসেডর মি. ইউসুফ সালেহ ওয়াই. রামাদান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে আজ বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর অ্যাম্বাসেডর মি. ইউসুফ সালেহ ওয়াই. রামাদান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। মি. এ্যাম্বাসেডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আমীরে জামায়াত ফিলিস্তিন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর মত ফিলিস্তিনের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক চিরদিন অটুট...