এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আগের মতো এবারও ষষ্ঠ স্থানেই অবস্থান করছে। রাকিবুল হাসান ও আশরাফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পঞ্চম–ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরে ফিরেছে। বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রথম আট মিনিটে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি। নবম মিনিটে জাপান প্রথম গোল করে এবং প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ জাপানের গোল রোধ করলেও তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও চারটি গোল হজম করে। ষষ্ঠ হওয়ায় সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ মিস করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম অনুসারে, টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকা দলই সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারবে। ষষ্ঠ দলকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের প্লে-অফ খেলতে...