ঘনিয়ে আসছে ব্যালন দ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তারিখ। বর্ষসেরার পুরস্কারটি জয়ে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হচ্ছে উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালকে। এই স্বীকৃতি এবার দেম্বেলের প্রাপ্য বলে মনে করেন তার সাবেক ক্লাব সতীর্থ ও স্বদেশি কিলিয়ান এমবাপে। বার্সেলোনার ইয়ামাল প্রসঙ্গে রেয়াল মাদ্রিদ তারকা বলছেন, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ফুটবলারকে নিয়ে কিছু বলে নিজের ক্লাব থেকে তিরস্কার পেতে চান না তিনি। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে হবে ব্যালন দ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্যালন দ’র জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে। এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ তা গোপন রেখেছে। গত মৌসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জয়ে বড় অবদান রাখেন দেম্বেলে। সেবার বার্সেলোনার ঘরোয়া তিন শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ইয়ামালের। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ব্যালন দ’র, তা নিয়ে মানুষের আগ্রহও দিনকে দিন...