হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা জিতেছিল ১৭৬ তাড়া করে। তবে দ্বিতীয়টিতে লঙ্কানরা মাত্র ৮০ রানে অলআউট হয়ে ম্যাচও হারে। তাতে জমে উঠেছিল সিরিজ। আজ রবিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ১৯২ রান তাড়া করে জিতলো ৮ উইকেটে, ১৪ বল হাতে রেখে। টস হেরে আগে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে ৮ উইকেটে ১৯১ রান। মারুমানি খেলেন ৪৪ বলে ৫১ রানের ইনিংস। বাকিরাও একশোর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। তবে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে ওঠে ৫৮ রান। কুশাল মেন্ডিস ১৭ বলে ৩০ করে ফিরলে জুটি ভাঙে। পাথুম নিশাঙ্কা ২০ বলে ৩৩ রান করেন। তৃতীয় উইকেটে রেকর্ড ১১৭ রানের জুটিতে দলকে জয় এনে দেন কামিল মিশ্রা ও কুশাল পেরেরা।...