অন্তর্বর্তী সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, “এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জানমালের কোনও নিরাপত্তা দিতে পারেনি। এর আগে বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে। এমনকি মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।” রোববার দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “কমিউনিস্টরা দেশে দেশে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশি-বিদেশি লুটেরা লুট করছে। দেশের বন্দর, প্রাকৃতিক সম্পদ, সমুদ্র এলাকা এ সরকার আমেরিকা ও বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অতি দ্রুত রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচিত একটি সরকারের...