বহু বছর ধরে পবিত্র সিনাই পর্বতে দর্শনার্থীরা বেদুইন গাইডদের সঙ্গে নিয়ে পাহাড়ে উঠতেন, ভোরে সূর্যোদয় দেখতেন বা অন্যান্য বেদুইনের নেতৃত্বে পদব্রজে যেতেন। কিন্তু এখন এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল রিসের্টে রূপান্তরের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মিশর, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই পর্বত ইসলাম ধর্মের পাশাপাশি খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। স্থানীয়ভাবে জাবাল মুসা নামে পরিচিত এই সিনাই পর্বতেই হযরত মুসা (আ:) ঐশ্বরিক বাণী পেয়েছিলেন বলে শোনা যায়। বাইবেল ও কোরআনের বর্ণনা অনুযায়ী, এ পর্বতেই জ্বলন্ত গুল্ম থেকে আল্লাহ হযরত মুসা (আ:) সঙ্গে কথা বলেছিলেন বলে বিশ্বাস করা হয়। গ্রিক অর্থোডক্স চার্চ পরিচালিত ষষ্ঠ শতকের সেন্ট ক্যাথরিন মঠও এখানেই অবস্থিত, যা ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। গ্রিসের চাপের মুখে মিশর কর্তৃপক্ষ মঠটি বন্ধ করার পরিকল্পনা থেকে সরে এসেছে। তবে...