চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজারের মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, অননুমোদিত বিভিন্ন ধরনের রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার এবং নোংরা ও অপরিচ্ছন্ন যন্ত্রপাতি ব্যবহার করার অপরাধে এ জরিমানা করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিন ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৩ ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযানের সময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য...