পেশাগত দায়িত্ব পালনের সময় আদালতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিজাব নির্বাহী কমিটি এক বিবৃতিতে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ডিজাবের সদস্য সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিওসহ আরও একাধিক গণমাধ্যমকর্মী আইনজীবীদের একাংশের হামলা ও হেনস্থার শিকার হন। এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ বলেন, ‘‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি। আদালত প্রাঙ্গণে অতীতেও একাধিকবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেসব ঘটনার সুষ্ঠু...