ইন্দোনেশিয়ায় কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান চলাকালীন একটি ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, মহানবী মুহাম্মদ (স.)-এর জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন মানুষ জড়ো হয়েছিলেন, যাদের অধিকাংশই নারী। খবর এএফপির। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার বোগর জেলায় একটি কমিউনিটি হলে এই ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি জানান, প্রাথমিক তথ্যানুযায়ী, ৩ জন নিহত ও ৮৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আদম হামদানি বলেন, লোকজন নবীজির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে খুব আগ্রহী ছিল। অতিরিক্ত ভিড়ের কারণেই ভবনটি ধসে পড়তে পারে। হয়তো ভবনটির কাঠামো মজবুত ছিল...