রাজধানীতে সাম্প্রতিক ঝটিকা মিছিল ও অনুমতি ছাড়া দলীয় সমাবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এমন তৎপরতার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা। রবিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রেস সচিব বলেন, ‘গত কয়েকদিনে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি। বিশেষ করে অনুমতি ছাড়া সমাবেশ, হঠাৎ মিছিল ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এ ধরনের কার্যক্রম মনিটরিং জোরদার করতে হবে। আর যারা নেপথ্যে সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’ সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল এবং দলীয় কর্মসূচি পালনকে কেন্দ্র...