নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিক্যান্টস (এমজেএল) পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ২২৭ কোটি টাকার বিনিময়ে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের (টোটালগাজ বাংলাদেশ) প্রায় সব শেয়ার কিনে নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললেই এ চুক্তি কার্যকর হবে। অধিগ্রহণের ফলে প্রায় শতভাগ মালিকানাই এখন ওমেরার হাতে। সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তিতে ওমেরার প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম চৌধুরী এবং প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওমেরার পরিচালক আজম জে চৌধুরী এবং টোটালএনার্জির মার্কেটিং ও সার্ভিসেস বিভাগের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট থিবল্ট লেসুয়র। কোম্পানির কর্মকর্তারা জানান, এই অধিগ্রহণ ওমেরার এলপিজি ব্যবসায় বড়সড় গতি আনবে। প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো ও ১.৬ মিলিয়ন সিলিন্ডার ব্যবহার করে ওমেরা তাদের গ্রাহকভিত্তি ও মুনাফা আরও বাড়াতে...