রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের (৩৬) দুই দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। পরবর্তীতে বিচারক আজ ৭ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী...