চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘটিত সংঘর্ষে আহত হয়ে লাইফ সাপোর্ট থাকা শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার ২৪ ঘণ্টা পার হলো। সায়েম তার মা-বাবাকে চিনতে পেরেছেন এবং তাদের কথার জবাবে দিয়েছেন। নিজের বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারছেন। তার অবস্থার উন্নতির বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালের কণ্ঠকে তিনি বলেন, আজও মেডিক্যাল বোর্ড বসেছিল। গতকাল তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করেছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। তাঁদের সামনে সায়েম তার মা-বাব, ভাইকে চিনতে পেরেছেন। বাবা-মায়ের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। আপনারা দোয়া করুন। তার অবস্থা ভালোর দিকে আছে। তিনি আরো বলেন, সায়েমের কনশাস লেভেল ১০ থেকে ১২ পাওয়া যাচ্ছে। যেটা চিকিৎসা চলাকালে ৫-এ নেমে গিয়েছিল।...