ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটে জিতলে নিরাপদ ক্যাম্পাসসহ ৮ বিষয়ে কাজ করার শপথ নিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর অন্য ছাত্রসংগঠনগুলোর প্রার্থীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রকাশ করেছেন শঙ্কা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। একদিন পরেই ডাকসু নির্বাচন। প্রচারণার শেষ দিন, রোবার হল থেকে ক্যাম্পাস-সবখানেই ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাসহ ৮ বিষয়ে শপথ নেন ছাত্রদলের প্রার্থীরা। নির্বাচিত হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়বেন তারা। অনেকেই নির্বাচনী আচরণবিধি লংঘন করলেও তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ ছাত্র শিবিরের। ছাত্রশিবির ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, ‘এটার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় না। সব মিলিয়ে তাদের অপেশাদারিত্ব আচরণ এবং একটা বিশেষ...